Press "Enter" to skip to content

জাপানের ফ্লু’র ওষুধে করোনা ভালো হচ্ছে : চীন

চীনের চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকবছর ধরে জাপানে নতুন ধরনের ফ্লুর চিকিৎসায় ব্যবহৃত হতো এমন একটি ওষুধে করোনাভাইরাসের রোগীরাও সুস্থ হচ্ছেন। 

বুধবার জাপানের গণমাধ্যম এই খবর দিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝ্যাঙ জিনমিন বলেন, ‘ফ্যাভিপিরাভির নামের জাপানি ওই ওষুধ চীনের উহান ও শেনঝেন এর করোনা রোগীদের ওপর প্রয়োগ করার পর বেশ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ওই ক্লিনিকাল ট্রায়ালে ৩৪০ জন রোগী অংশ নিয়েছিলো।’

ঝ্যাঙ জিনমিন আরো বলেন, ‘ওষুধটি খুবই নিরাপদ এবং করোনার চিকিৎসার ক্ষেত্রে স্পষ্টতই কার্যকর বলেও প্রমাণিত হয়েছে।’

শেনঝেন প্রদেশে যে করোনারোগীদের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিলো তারা মাত্র চারদিনের মধ্যেই ভাইরাসমুক্ত হয়েছেন। আর যাদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়নি তাদের সুস্থ হতে সময় লেগেছে ১১দিন। এছাড়া ওই রোগীদের এক্সরে করে দেখা গেছে ওষুধটির প্রয়োগে তাদের ফুসফুসের অবস্থার ৯১% উন্নতি হয়েছে। অন্যদের ক্ষেত্রে উন্নতি হয়েছে ৬০%।

সম্পূর্ণ খবরটি পড়তে এখানে ক্লি করুন

%d bloggers like this: