Press "Enter" to skip to content

বৃহস্প্রতিবার নগরবাড়ী নদীবন্দর নির্মান কাজ শুরু হচ্ছে

নগরবাড়ি প্রতিনিধিঃ প্রয়োজনীয় সুবিধাদিসহ পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত নগরবাড়িতে নদীবন্দর নির্মান করতে যাচ্ছে অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ পরিবহন প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী নগরবাড়ি ঘাটে নদীবন্দর নির্মান কাজের আনু্ষ্ঠানিকতা উদ্ধোধন করবেন বৃহস্পতিবার (২৭ ফেব্রূয়ারি )

৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প শেষ হবে ২০২১ সালের ৩০শে জুন। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নগরবাড়ি ঘাট একটিি ঐতিহ্যবাহী ঘাট। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মালামাল বিতরণের ও কাচা শাক সবজি সহ ঢাকার সাথে পশ্চিম ও উত্তর অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থার ২য় যোগাযোগ মাধ্যম। এ ঘাটে মূলত সার, সিমেন্ট, পাথর, বালু, তেল কয়লা খাদ্য সামগ্রী এবং অন্যান্য বাল্ক (খোলা) সামগ্রী ওঠানামা হয়ে থাকে। আরিচা নদী বন্দরের আওতায় ১৯৮৩ সালে নগরবাড়ি বন্দরের কার্যক্রম শুরু হয়।

নগরবাড়ি ঘাটে কোন সরকারি বা বেসরকারি প্রাতিষ্ঠানিক সুবিধাদি না থাকায় নগরবাড়ী এলাকায় আধুনিক বন্দর অবকাঠোমো নির্মাণের লক্ষো প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মুল কাজ গুলো হলো- ভুমি উন্নয়ন, ড্রেজিং পাকা জেটি, তীর রক্ষা বাঁধ সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পল্টুন , কাটাতার সহ সীমানা প্রাচীর যাত্রি ছাউনি, পাকা সিড়ি, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমিটরি ও পািইলট হাউজ নির্মাণ।

%d bloggers like this: