Press "Enter" to skip to content

খাটের বক্সে শিশুপুত্রকে রেখে প্রেমিকের সাথে পালালেন মা

খাটের বক্সে ছেলে সন্তান কে রেখে মা পালালেন প্রেমিকের হাত ধরে এমন অভিযোগ উঠলো এক নারীর বিরুদ্ধে। খাটের বাক্সে থেকেই মাত্র আড়াই বছরের শিশুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ঔ নারী ও তার প্রেমিকের খুজে পাওয়া যায়নী এখুনও। গত রবিবার এ ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবে, চন্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে।

ছেলে শিশুটির বাবা দশরথ তিনি পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন রবিবার বাসায় এসে দেখেন সন্তান-স্ত্রি কেও ই বাসায় নেই। তিনি ভেবেছিলেন যে ছেলেকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি গিয়েছেন। কিন্তু স্ত্রীকে ফোন করতেই ভূল ভাঙ্গে দশরথের বক্স খটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন ছেলেকে বার করতে উদ্যত হন তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ফুটফুটে ছেলে শিশুটির।

তারপর দশরথ নিজেই পুলিশকে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেকিকের সঙ্গে পালিয়ে যায় বলে জানান। শিশুটির মুখের ভিতরে একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছৈ। স্থানীয়। থানায় ওই নারীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

%d bloggers like this: