Press "Enter" to skip to content

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত আহত ৪

শুভ কুমার ঘোষঃ 
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  চালক ইসরাইল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার অটোরিকশার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে মুলিবাড়ি-সয়দাবাদ আঞ্চলিক সড়কের ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইনসপেক্টর মো. আব্দুল হামিম বলেন, বেলকুচি থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জে যাচ্ছিলো। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন আরও চার যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।
%d bloggers like this: