Press "Enter" to skip to content

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতিতে জমি নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মার্চ) সকাল ১১:৩০ এর দিকে এই ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকেই জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। নিস্পত্তির জন্য শুক্রাবার সকালে আবারও বাড়ির পাশেই সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালিন উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুলকে পিটিয়ে হত্যা করেন।
খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামাণিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
%d bloggers like this: